ভারত অমূল্য প্রতিবেশী : শ্রীলঙ্কা

10

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার সাথে সাথে, শ্রীলঙ্কান ফাউন্ডেশন ফর বুড্ডিস্ট ব্রাদারহুড ভারত সরকার এবং সে দেশের জনগণকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ভারত আমাদের অমূল্য প্রতিবেশী, তাদের সব সময় প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। ফাউন্ডেশনের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত, আমাদের অমূল্য প্রতিবেশী এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, তার স্বাধীনতার ৭৫ বছর পার করেছে যা স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।’ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে, ফাউন্ডেশন ফর বুড্ডিস্ট ব্রাদারহুডের চেয়ারম্যান ড. ডামেন্ডা পোরাজ বলেছেন, শ্রীলঙ্কার জনগণ ভারতের সাথে উদযাপনের চেতনা ভাগ করে নিতে এবং ভারত সরকার ও তার সরকারকে শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।
তিনি বলেন, “আমরা কৃতজ্ঞতার সাথে ২০১৭ সালের মে মাসে কলম্বোতে জাতিসংঘ-ঘোষিত আন্তর্জাতিক ভেসাক দিবস উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের অত্যন্ত বিরল ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করিয়ে দিচ্ছি; ২০১৯ সালে ইস্টার সানডেতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর আমাদের সমবেদনা জানাতে শ্রীলঙ্কায় তার আগমন এবং ঐতিহাসিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ভাষাগত এবং ঐতিহ্যগত সম্পর্ককে শক্তিশালী করার জন্য নিরন্তর উদার সমর্থন ও সহায়তা অব্যাহত রেখেছেন।’