ভারতে ৯ মাসে ৯৯ বাঘের মৃত্যু

7

চলতি বছরে ভারতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাঘের মৃত্যু হয়েছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ (এনটিসিএ)-এর নতুন সমীক্ষায় এসেছে, ২০২১ সালের প্রথম ৯ মাসে শিকার, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ৯৯টি বাঘ মারা গেছে। গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রদেশের ৫২৬টি বাঘের মধ্যে কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সূত্রাপুর, পান্নায় ৩২টি বাঘের মৃত্যু হয়েছে। একই সময়ে মহারাষ্ট্রে মারা গেছে ২০টি এবং কর্ণাটকে ১৫টি। এছাড়া ভারতের বেশ কিছু স্থানেও বাঘের মৃত্যু হয়।
ভারতের ২০১৮ সালের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২ হাজার ৯৬৭টি বাঘের উপস্থিতি রেকর্ড করা হয়। এই বছরের বাকি মাসগুলোতে বাঘের প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যা গত এক দশকের পরিসংখ্যান ছাড়িয়ে যেতে পারে। খবর বাংলা ট্রিবিউনের
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জনসংখ্যার বৃদ্ধি, বাঘের সঙ্গে মানুষের সংঘাত, খাদ্য সংকটসহ নানা কারণে বাঘের টিকে থাকা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর আগে ২০১৬ সালে ভারতে ১২১টি বাঘের মৃত্যুর হয়। আর গত বছরে রিপোর্টে ১০৬টি।