ভারতে হারে শুরু অনূর্ধ্ব-২৩ দলের

21

হার দিয়ে ভারত সফর শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। দারুণ বোলিংয়ের পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। লখনউয়ের প্রথম ৫০ ওভারের ম্যাচ সাইফ-মিরাজরা হেরেছেন ৩৪ রানে। শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করে ১৯২ রান। সেই লক্ষ্যে ৪৮.৪ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৫৮ রানে। অবশ্য জাকির হাসান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ায় বাংলাদেশের ৯ উইকেট পড়তেই শেষ হয়ে যায় ম্যাচ। এই হারে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো বাংলাদেশ।
দেশে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। দলের বাইরে থাকা এই অলরাউন্ডারকে পাঠানো হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। লখনউয়ের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ১০ ওভারে ২ মেডেন সহ মাত্র ২৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। তার সঙ্গে অধিনায়ক সাইফ হাসান (২/২৩) ও আবু হায়দারের (২/৩৭) চমৎকার বোলিংয়ে ভারতকে ২০০’র মধ্যে আটকে রাখে বাংলাদেশ।