ভারতে শান্তি পুরস্কার পেলেন ইউসিটিসির উপাচার্য

8

উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ইউসিটিসি উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। গত শুক্রবার ভারতের রবীন্দ্র ভবন অডিটোরিয়াম বারাসাত কলকাতায় ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব অনুষ্ঠানে এই স্বীকৃতি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রথীন ঘোষ, মন্ত্রী খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন মোল্লা প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক,পশ্চিমবঙ্গ, আহমেদ হাসান ইমরান প্রাক্তন সাংসদ ও সম্পাদক এবং পশ্চিম বঙ্গের বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক মহলের ব্যক্তিগণ।
পুরস্কার পেয়ে প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ বলেন, স্বাধীনতার সূচনা থেকেই বন্ধু প্রীতম ভারত সব সময় আমাদের সাথে ছিল। আর এখানে এসে এই সম্মান প্রাপ্তির মাধ্যমে এক অনন্য অর্জন হয়েছে আমার। এই অর্জনে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। বিজ্ঞপ্তি