ভারতে রিপাবলিক টিভির সম্পাদক গ্রেপ্তার

23

দুই বছর আগে এক ইন্টেরিয়র ডিজাইনার ও তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দেশটির একটি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পাদককে গ্রেপ্তার করেছে। ‘রিপাবলিক টিভি’ নামের ওই চ্যানেলটির সম্পাদক অর্ণব গোস্বামীকে বুধবার পুলিশ তার মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে আলিবাগ থানায় নিয়ে যায়, জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
পরে তাকে স্থানীয় আদালতে হাজির করা হবে বলে মুম্বাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। টিআরপি কেলেঙ্কারি নিয়ে গোস্বামীর বিরুদ্ধ তদন্ত চলার সময় তাকে দুই বছর আগের ওই আত্মহত্যার ঘটনা নিয়ে হওয়া মামলায় গ্রেপ্তার করা হল। আনন্দবাজার জানিয়েছে, ২০১৮ সালের মে মাসে আলিবাগে ৫৩ বছর বয়সী ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও তার মা কুমুদ নায়েক আত্মহত্যা করেন। অন্বয়ের লেখা সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়া আরও ২ জনের নাম ছিল। তারা হলেন ফিরোজ শেখ ও নীতেশ সারদা। এ তিনজন তার প্রাপ্য ৫ কোটি ৪০ লাখ রুপি না দেওয়ায় আর্থিক সমস্যায় পড়েছিলেন বলে অভিযোগ করেন অন্বয়।