ভারতে মন্দির থেকে তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার

56

ভারতের অন্ধ্রপ্রদেশে তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনন্তপুরের এই হত্যাকান্ড ‘নরবলি’র উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।সোমবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি শিবমন্দির চত্বর থেকে দুই নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে মন্দিরে পূজা করতে গিয়ে স্থানীয়রা মরদেহগুলো দেখতে পান। শিবলিঙ্গের সামনেই পুরোহিতসহ তিন জনের মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। তারা জানায়, তিন জনকে একই কায়দায় গলা কেটে হত্যা করা হয়েছে। জানা গেছে, খুন হওয়াদের মধ্যে একজন মন্দিরের পুরোহিত। তার নাম শিবরামি রেড্ডি (৭৫), তার বোন হনুমাম্মা (৭০) ও সত্যলক্ষী (৭১)। তদন্তকারী পুলিশ পরিদর্শকের ধারণা, অন্ধবিশ্বাসের বলি হতে পারেন ওই তিন জন। কারণ, খুনের পর শিবলিঙ্গের গায়ে ওই তিন জনের রক্ত ছিটানো হয়েছে। অনন্তপুরের পুলিশ সুপার বি সত্যবাবু জানান, ওই তিন জনকে গলা কেটে খুনের পর সেই রক্ত ঢেলে শিবের পূজা করা হয়েছে বলে মনে হচ্ছে।