ভারতে একদিনে রেকর্ড ৩৮ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত

18

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে রেকর্ড ৩৮ হাজার ৯০২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৩ হাজার ৬৭২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৬১৮ জন। ভারতের করোনার হটস্পট ছিল কেন্দ্রশাসিত দিল্লি ও মহারাষ্ট্রের মুম্বাই। এখন সংক্রমণ বাড়ছে গ্রামাঞ্চলে, যেখানে স্বাস্থ্য অবকাঠামো দুর্বল। তবে যে সংক্রমণের চিত্র সরকারি হিসাবে উঠে আসছে, তা সঠিক কিনা এ নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা, দেশটিতে করোনা পরীক্ষার হার জনসংখ্যার তুলনায় অনেক কম।