ভারতে ইনিংস ব্যবধানে জিতলো মিঠুনরা

15

ভারত সফরের প্রথম ম্যাচেই তামিল নাড়ু একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে চার রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুনের নেতৃত্বাধীন এই দলের ব্যাটিং ও বোলিংয়ে ছিল দুর্দান্ত। মিঠুনের দেড়শ’র পাশাপাশি পাঁচ উইকেটও নিয়েছেন তাইজুল-রাজারা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সাদমানের ৮৯ ও মিঠুনের ১৫৬ রানে ভর করে ৩৪৯ তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে তামিলনাড়ু মাঠে নেমেই তাইজুল-রাজাদের ফাঁদে আটকা পড়ে। ৪০ রানে ৪ উইকেট তুলে নেন তাইজুল। অন্যদিকে ২৩ রানেই ৫ উইকেট তুলে নেন রেজাউর রহমান রাজা। তামিল নাড়ুর পক্ষে সর্বোচ্চ রান তুলেছেন রঞ্জন পাল। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। এরপর অল আউট হয়ে গেলে আবারো তামিল নাড়ুকেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। এবারও ব্যাটিংয়ে নেমে তেমন কোন ব্যাটসম্যানই থিতু হতে পারেননি উইকেটে। তাইজুলের ঘূর্ণির পাশাপাশি খালেদও গতির ঝড় তুলেছেন এই ম্যাচে। তাইজুলের পাঁচটির পাশাপাশি খালেদ ও রাজা নিয়েছেন দুইটি করে উইকেট। এতেই আর ব্যাটিংয়েই আসতে হয়নি বাংলাদেশকে। ৪ রান কম থাকতেই অল আউট হয়ে যায় তামিলনাড়ু। ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় সফররত বাংলাদেশ এ দল।