ভারতে আবার করোনা বাড়ছে

8

পূর্বদেশ ডেস্ক

বারো সপ্তাহ বাদে ভারতে আবার করোনা বেড়েছে। বাড়ার অনুপাতিক হারটি উদ্বেগজনক। পয়ত্রিশ শতাংশ তবে, এখনো পর্যন্ত আশার একটি রুপালি রেখা, তিনটি রাজ্যেই মাত্র করোনা বাড়ার ইঙ্গিত মিলেছে। এই তিনটি রাজ্য হলো – দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। করোনা যখন ভারত থেকে বিদায় নিচ্ছে বলে বলা হচ্ছে ঠিক তখন কোভিডের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য কর্তাদের কপালে।
ভারতে গত সপ্তাহে কোভিড সংক্রমণ ছিল ৪ হাজার ৯০০ জনের। এবার তা বেড়ে হয়েছে ৬ হাজার ৬১৬ জনে। তিন রাজ্যে করোনা সংক্রমণও বেড়েছে। গত সপ্তাহে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৩।
এবার তা বেড়ে হয়েছে দুহাজার ৩০৭। হরিয়ানাতে মোট সংক্রমিত ছিল ৫১৪। হয়েছে ১ হাজার ১১৯। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ছিল ২০৪, হয়েছে ৫৪০। আশংকা, এই হারে সংক্রমণ বাড়লে তা গোটা ভারতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার আবার নাইট কারফিউ ফিরিয়ে আনছে। মাস্ক না পরলে পাঁচশো টাকা জরিমানা করার প্রকল্প আবার ফিরে আসছে। খবর বার্তা সংস্থার