ভারতের লজ্জা

5

জেমস অ্যান্ডারসনের জাদুতে শুরু, শেষটা হয়েছে ক্রেইগ ওভারটনে। মাঝখানে ভারতের জন্য শুধুই হতাশা। বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারা কিছুটা আশা দেখিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। কিন্তু শেষ অবধি সেটা আর কোনো কাজে আসেনি।
প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। জবাবে ৪৩২ রান করে স্বাগতিক ইংল্যান্ড চড়েছিল রান পাহাড়ে। ওই রান দুই ইনিংস(৭৮ ও ২৭৮) মিলিয়েও করতে পারলেন না বিরাট কোহলিরা। হেডিংলি টেস্টে তারা হেরেছেন ইনিংস ও ৭৬ রানে।
২১৫ রানে দুই উইকেটে তৃতীয় দিন শেষ করে চতুর্থ দিনে ২৭৮ রানে শেষ ভারত। আশার প্রদীপ কোহলি ৫৫ রানে রবিনসনের বলে ফিরেন। তার আগে ৯১ রান করে রবিনসনের বলেই এলবিডবিøউ হন পূজারা। এরপর আজিঙ্কা রাহানে, ঋষভ পান্তরাও ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট নেন ওলে রবসন।