ভারতের বিপক্ষে জয় চায় বাংলাদেশ

11

রক্ষণ সামলে প্রতিপক্ষের সীমানায় গিয়ে মাঝে মধ্যে ভয় ধরিয়ে থাকেন তপু বর্মণ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে অফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে থাকার পর বাংলাদেশ শেষ দিকে এসে সমতা নিয়ে আসে।
সমতাসূচক গোলটি এসেছে তপুর পা থেকেই। শক্তিশালী প্রতিপক্ষ থেকে এক পয়েন্ট নিতে পেরে ২৬ বছর বয়সী ডিফেন্ডার খুশি। এখন পুরো দলের দৃষ্টি সামনের ভারতের বিপক্ষে ম্যাচে। আগামী ৭ জুনের ম্যাচটি জিততে চাইছে সবাই। কাতারের দোহাতে জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শেষে তপু বর্মণ বলেছেন,‘আজকে ম্যাচটা জেতার জন্য চেষ্টা করেছিলাম খুবই। জিততে পারিনি। যাই হোক ড্র করতে পেরেছি। আমরা সবাই খুশি। কোচিং স্টাফরাও। মাঠে আমাদের ইতিবাচক ভূমিকা ছিল। আশা করি সামনের ম্যাচে আমরা ভালো করবো।’ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ড্র করে পুরো দল এখন উজ্জীবিত।