ভারতের জৈব অর্থনীতি ৮ বছরে ৮ গুণ বেড়েছ : মোদী

4

 

বায়োটেকের বৈশ্বিক বাস্তুতন্ত্রে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের জৈব-অর্থনীতি গত আট বছরে আট গুণ বেড়েছে। তিনি প্রগতি ময়দানে বায়োটেক স্টার্টআপ এক্সপো-২০২২ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বায়োটেক পণ্য ই পোর্টালও চালু করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “গত ৮ বছরে ভারতের জৈব-অর্থনীতি ৮ গুণ বেড়েছে। আমরা ১০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছি। ভারত শীর্ষ-১০ দেশের লিগে পৌঁছনো থেকে খুব বেশি দূরে নয়, বায়োটেকের গেøাবাল ইকোসিস্টেমে।” তিনি দেশের খাতের উন্নয়নে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসট্যান্স কাউন্সিলের (বিআইআরএসি) অবদানের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আজ যখন অমৃত কালের সময় দেশ নতুন নতুন অঙ্গীকার নিচ্ছে, তখন দেশের উন্নয়নে বায়োটেক শিল্পের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক মঞ্চে ভারতীয় পেশাদারদের ক্রমবর্ধমান খ্যাতি তুলে ধরে মোদী বলেন, “বিশ্বে আমাদের আইটি পেশাদারদের দক্ষতা এবং উদ্ভাবনের উপর আস্থা নতুন উচ্চতায় রয়েছে। এই একই বিশ্বাস এবং খ্যাতি, এই দশকে, আমরা ঘটতে দেখছি। ভারতের বায়োটেক সেক্টর এবং ভারতের বায়ো প্রফেশনালদের জন্য।” প্রধানমন্ত্রী ভারতের বায়োটেক সেক্টরের সাফল্যের পিছনে পাঁচটি কারণ তালিকাভুক্ত করেছেন। তিনি বলেন, “বায়োটেকের ক্ষেত্রে ভারতকে সুযোগের দেশ হিসেবে বিবেচনা করার পাঁচটি বড় কারণ রয়েছে। প্রথম- বৈচিত্র্যময় জনসংখ্যা এবং বৈচিত্র্যময় জলবায়ু অঞ্চল; দ্বিতীয় ভারতের প্রতিভাবান মানব পুঁজি পুল; তৃতীয় ভারতে ব্যবসা করার সহজতার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা; চতুর্থ – ভারতে বায়ো-পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে; এবং পঞ্চম- ভারতের বায়োটেক সেক্টর যা তার সাফল্যের ট্র্যাক রেকর্ড।”