ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশসহ সারা বিশ্বে সমাদৃত

15

নগরের থিয়েটার ইনস্টিটিউটে শেষ হলো ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব-২০২৩’। দিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতের তিনটি আলোচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত এই উৎসবে প্রদর্শিত তিনটি চলচ্চিত্রের মধ্যে একটি অস্কার পুরস্কার পাওয়া ‘নাটু নাটু’ গানের সিনেমা ‘আরআরআর’। এছাড়া ‘বেলা শুরু’ এবং ‘৮৩’ নামের দুটি চলচ্চিত্রও প্রদর্শিত হয়।
উৎসবের আমেজে এসব চলচ্চিত্র দেখতে থিয়েটার ইনস্টিটিউটের অডিটোরিয়াম হল ছিল কানায় কানায় পূর্ণ। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভারতের চলচ্চিত্র বিশ্ব সমাদৃত। ভারতীয় সিনেমা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারের অন্যতম কার্যকরী হাতিয়ার। ভারতীয় সিনেমা সেটা হোক হিন্দি, বাংলা, মালইলাম, তামিল বা যেকোনো আঞ্চলিক ভাষার। তা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে এবং আমাদের জনগণের মধ্যে বন্ধন ও বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করছে। এই মুহূর্তে আমরা একটি স্বর্ণালী যুগ অতিক্রম করছি, দুই দেশের জনগণের মধ্যে আরও বেশি সাংস্কৃতিক স¤প্রসারণ করাই আমাদের মূল উদ্দেশ্য। আর এই চলচ্চিত্র উৎসব সেই নির্লোভ লক্ষ্যেরই পথ।