ভারতসহ কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুললো রাশিয়া

14

ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতার থেকে রাশিয়া ভ্রমণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার দিল্লির রুশ দূতাবাসের তরফে জানানো হয়েছে, সোমবার রুশ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এসব দেশের ভ্রমণকারীরা এখন থেকে বিনা বাধায় রাশিয়া ভ্রমণ করতে পারবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ১৬ মার্চ ভারত, ফিনল্যান্ড, ভিয়েতনাম এবং কাতারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে আসায় এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো।