ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সাকিব

37

সাউদাম্পটনে আফগানিস্তান মিশন শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য বার্মিহাম। সেখানে ২ জুলাই ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে আগেই ভারত শিবিরে বার্তা পৌঁছে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানিয়ে রাখলেন, ভারতকে হারানোর সামর্থ্য তাদের আছে।
সোমবার রোজ বোল স্টেডিয়ামে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানদের হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ভারতকে হারানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন, ‘ভারতের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আসছে। তারা শীর্ষ দলগুলির একটি, তাদের লক্ষ্য শিরোপা জয়। আমাদের কাজটি সহজ হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’
বাংলাদেশ দলে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছে। ভারতের বিপক্ষে ম্যাচে এই অভিজ্ঞতা কতটা কাজে দেবে- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অভিজ্ঞতা হয়তো কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু অভিজ্ঞতাই শেষ কথা নয়। ভারতকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। তাদের এমন সব ক্রিকেটার আছে, যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’
অন্যদের ম্যাচের ফলের দিকে তাকানোর পাশাপাশি নিজেদের কাজটা ঠিকমতো করতে চান সাকিব। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে সমীকরণটা কিছুটা সহজ হয়ে যাবে।
সাকিবের পারফরম্যান্সে ভর করে তিনটি জয় এসেছে বাংলাদেশের। সামনের ম্যাচগুলোতে এই ধারা অব্যাহত রাখতে চান সাকিব।