ভারতও বছর শেষের অস্ট্রেলিয়া সিরিজটা বাঁচাতে মরিয়া

30

যেকোনও ক্রিকেট সিরিজে ভারত যুক্ত থাকা মানেই অনেক টাকার হাতছানি। অনেকে এমনটাও বলেন, ক্রিকেটের বাণিজ্যলক্ষী একজন ভারতীয়। এজন্যই করোনাভাইরাস মহামারির আতঙ্কের মধ্যেও অস্ট্রেলিয়া চাইছে এ বছরের শেষে নির্ধারিত বিরাট কোহলির ভারত দলের অস্ট্রেলিয়া সফরটা যেকরেই হোক বাঁচাতে হবে। ভারতীয় দল থাকা মানে একটা সিরিজ থেকেই অনেক রাজস্ব আসার নিশ্চয়তা। সুতরাং আর্থিক সংকটে পড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের (ক্রিকেট অস্ট্রেলিয়া) এই সিরিজ আয়োজনে মরিয়া হয়ে ওঠার কারণটা বোঝাই যায়। গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক বড় কর্তাও বললেন, ভারতও আন্তরিকভাবে চায় এই সিরিজটা হোক। সেজন্য অস্ট্রেলিয়ায় পা রেখেই ভারতীয় ক্রিকেট দল কোয়ারেন্টিনে যেতে রাজি।
ওই কর্মকর্তার মুখে অবশ্য অস্ট্রেলিয়াতেই অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সেরকম আশার কথা শোনা যায়নি। এ বছরের শেষে ভারতের চার টেস্টের সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ায়। বর্তমানে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুযায়ী ভিন দেশে পা রাখা মাত্রই যেকারোরই ১৪ দিনের সঙ্গনিরোধ অবস্থায় থাকাটা বাধ্যতামূলক। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল এ প্রসঙ্গে ফেয়ারফ্যাক্স নিউজপেপারকে বলেছেন, ‘আর কোনও উপায় নেই-প্রত্যেককেই এটা (কোয়ারেন্টিন) করতে হবে। আপনি ক্রিকেটটা শুরু করতে চাইবেন। লকডাউনের জন্য দুই সপ্তাহ এমন কিছু বেশি সময় নয়।’ আইসিসি র‌্যাঙ্কিংয়ে এ মাসেই ভারতকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজটা তাই ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।