ভাবতে হবে নতুন করে

13

সুপ্রিয়া দে

দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকার কারণে প্রত্যেক শিক্ষার্থীর প্রযুক্তির সাথে ব্যাপক ভাবে সংযুক্তির প্রসার ঘটেছে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার উপর তার প্রভাব লক্ষণীয় বিষয়। আজকাল আমাদের কিশোর কিশোরীদের মনোজগত ও আচরণগত বৈশিষ্ট্যে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এস্যানসাইনমেন্ট ও অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট তথা স্মার্ট মোবাইল শিক্ষার্থীদের হাতে নাগালে এখন। তাই প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে পড়েছে। সেই সাথে আমাদের কিশোর কিশোরীদের জন্য এটা হুমকি স্বরূপ যদি না মোবাইল তথা ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার না হয়। যুগের সাথে তাল মিলিয়ে যেমন প্রযুক্তি ব্যবহার জানতে হবে। যাতে আমরা জাতি হিসেবে যেমন পিছিয়ে না পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে। তেমনি আমাদের শিক্ষার্থীদের মনোজগতের কথা চিন্তা করে শিক্ষক ও অভিভাবকদের এখন শিক্ষার্থীদের পরিচালনার জন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থা সর্বদা পরিবর্তন ও পরিমার্জনশীল। তাই প্রত্যেক ক্ষেত্রে আমাদের সকলের চিন্তা চেতনা পথ প্রসারিত করে কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের আগের শিক্ষা পদ্ধতি মাথায় রেখে সাথে সাথে প্রযুক্তির সঠিক ব্যবহারে এগিয়ে নিতে দক্ষ শিক্ষকেরও প্রয়োজন। তাই আমাদের প্রবীণ শিক্ষকদের সময়ের সাথে দক্ষ হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত পরিবর্তনকে সহজ ও গ্রহণযোগ্য করে তোলতে শিক্ষক ও অভিভাবকদের অধিক মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের প্রতি। অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের সকল বিষয়ে সুচিন্তার দিকে ধাবিত করতে হবে। নতুন করে প্রতিটি শিক্ষার্থীদের বইপড়ার আগ্রহ সৃজন ও মনোযোগী এবং অধিকহারে খেলাধুলার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আমাদের সচেতন নাগরিক ও অভিভাবক ও শিক্ষকদের নতুন করে ভাবতে হবে। যাতে আমাদের আগামীর প্রজন্ম বিপথে ধাবিত না হয়।