ভাটিয়ারীতে আগুনে পুড়ে গেছে ৩০ দোকান

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের ভাটিয়ারীতে কাঁচা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে ভাটিয়ারি উত্তর বাজার কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়ারী কাঁচা বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ভাটিয়ারি ইউনিয়নের ভাচিয়ারি উত্তর কাঁচা বাজারে গতকাল সকালে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো কাঁচা বাজারে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে বাজারের তরকারির দোকান, মাছের আড়ত, মুদি দোকান, চায়ের দোকান, বেড-বালিশের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যববসায়ীরা জানান, অগ্নিকান্ডে কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে যায়। আগুন লাগার তথ্য আমরা এখনো খুঁজে পাইনি। তবে শট সার্কিটে হতে পারে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, কি পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’