ভাঙারির দোকানে মেডিক্যাল বর্জ্য ২ জনের বিরুদ্ধে মামলা

14

নিজস্ব প্রতিবেদক
পাহাড়তলী এলাকায় একটি ভাঙারির দোকানে মেডিক্যাল বর্জ্য মজুত করায় ২ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় ভাঙারির দোকানি জাহাঙ্গীর ও ভ্যানচালক বিজয় দাশকে আসামি করা হয়। দোকানি জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের পাহাড়তলী থানায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দোকানদারকে আটক করা হলেও ভ্যানচালক পলাতক রয়েছে। জানা যায়, নগরীর একটি বেসরকারি চক্ষু হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য সংগ্রহ করে পরে প্রক্রিয়াজাত করে বিক্রির উদ্দেশ্যে একটি ভাঙারির দোকানে সংরক্ষণ করা হচ্ছিল। ওই দোকান থেকে ৩০০ কেজি মেডিক্যাল বর্জ্য উদ্ধার করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এর আগে নগরীর খুলশী এলাকায় একটি ভ্যান থেকে ৩০০ কেজি মেডিক্যাল বর্জ্য জব্দ করা হয়েছিলো।
মামলার বাদি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বলেন, চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মেডিক্যাল বর্জ্য ভাঙারির দোকানে পাওয়ায় চট্টগ্রাম সেবা সংস্থা ও বেসরকারি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। এ ধরনের কাজে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।