ভলেন্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে মাস্ক বিতরণ

3

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ দিনব্যাপী মাস্ক বিতরণ করা হয়েছে। সম্প্রতি দিনব্যাপী বান্দরবান জেলা শহরের বাজার মসজিদসহ জনবহুল স্থান গুলোতে মাস্ক বিতরণ ও সচেতনতায় লিফলেট প্রচার করা হয়েছে। এসময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জেলা শাখার সভাপতি লিলিপ্রু মারমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ তহীদুল ইসলাম মাসুমসহ প্রায় ৪০জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এছাড়াও ইসলামপুর জোন লিডার হিসেবে মোহাম্মদ ইসমাইল এবং মধ্যমপাড়া জোনে উখিং নু চাক এর নেতৃত্বে ইভেন্টটি সম্পন্ন হয়। ক্যাম্পেইনে প্রায় ২ হাজার মাস্ক বিতরণসহ একশত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। সংগঠনের সভাপতি লিলিপ্রু মারমা জানানা, করোনা ভাইরাস সংক্রমণের হার কমাতে মানুষকে সচেতন করতে এই ইভেন্ট করেন তারা, আমরা যদি মাস্ক ব্যবহার না করি তাহলে আমরা বা আমাদের পরিবার কেউ নিরাপদে থাকবে না। তাই কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে এবং মাস্ক পরিধানের হার বৃদ্ধি পাবে। তার মতে, করোনা ভাইরাস এমন একটি জীবানু যেটি খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পরে। এর প্রধান কারন হচ্ছে অসাবধানতা। এ ভাইরাস খুব সহজে মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দেয়। এ ভাইরাসকে প্রতিহত করার জন্য মাস্ক ব্যবহার ও সাবধানতা আবশ্যক।