ভরত নাট্যম ও সৃজনশীল নৃত্য কর্মশালার সমাপনী

3

চট্টগ্রামের নিবেদিত সৃজনশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যোগসূত্র কলাকেন্দ্র কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় চারদিন ব্যাপী ভরত নাট্যম ও সৃজনশীল নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ২১ এপ্রিল বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম অডিটরিয়াম হলস্থ সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। যোগসূত্র কলাকেন্দ্র কমিটির সদস্যবৃন্দদের সৌজন্যে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী নৃত্যবৃতি ঢাকা ভরত নাট্যম ও সৃজনশীল নৃত্য প্রশিক্ষক গোলাম মোস্তফা ববির ভরত নাট্যম ও সৃজনশীল চারদিনব্যাপী শুদ্ধ নৃত্যচর্চা নৃত্য কর্মশালায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্যশিল্পী মধু চৌধুরী। এ সময় সমাপনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালাচারাল অফিসার মানসী দাশ তালুকদার, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সুরাঙ্গন বিদ্যাপীঠের নৃত্য প্রশিক্ষক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের সাবেক সভাপতি হিল্লোল দাশ সুমন, সঞ্চারী নৃত্য কলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক স্বপন বড়ুয়া, মাধুরী নৃত্যকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সূচনা বণিক, নৃত্যরং একাডেমির নৃত্য প্রশিক্ষক তন্ময় বড়ুয়া, অনুশীলন নৃত্যকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক মো. কামাল। সংক্ষিপ্ত আলোচনা শেষে ১০০ জন নৃত্যশিল্পীদের কর্মশালায় অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়েছেন যোগসূত্র কলাকেন্দ্রের সভাপতি সুদীপ কুমার দত্ত, সাধারণ সম্পাদক সৌরভী নাথ, সাংগঠনিক সম্পাদক পূজা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক ঈশা দাশ। সমাপনী অনুষ্ঠান শেষে নৃত্যশিল্পী মধু চৌধুরীকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি