ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সিআরবি রক্ষা করুন

3

 

প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রামের ভৌগলিক সৌন্দর্যমন্ডিত স্থান সিআরবি আমাদের গর্ব করার উপাদান। পাবলিক স্পেস লিজ দিয়ে মুনাফামুখী প্রাইভেট হাসপাতাল নির্মাণের অনুমতির মাধ্যমে সর্বসাধারণের স্বাস্থ্যসুবিধা প্রদানের পরিকল্পনা শুধু অসামঞ্জস্যপূর্ণ নয় বরং তা সিআরবি’র উন্মুক্ত প্রাঙ্গণ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের নেতিবাচক প্রক্রিয়া ও অপকৌশল। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সিআরবি রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে পরিবেশবাদি সংগঠন ইকো ফ্রেন্ডস’র সহযোগিতায় ‘টেকসই নগর : প্রেক্ষিত সিআরবি’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে ও ইকো ফ্রেন্ডস’র সভাপতি উত্তম কুমার আচার্য্য’র সঞ্চালনায় গত ২৮ জুলাই এসডিজি ইয়ুথ ফোরাম’র ফেইসবুক পেইজ থেকে স¤প্রচারিত ভার্চুয়াল এই আলোচনায় অংশ নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’র সভাপতি অধ্যাপক সিকান্দার খান, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ কল্যাণ পার্টি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এম.এ. গফুর, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, দৈনিক আজাদী’র চীফ রিপোর্টোর হাসান আকবর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি মোঃ শাহীনুল ইসলাম খান, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, ন্যাপ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, ইপসা’র প্রধান নির্বাহি আরিফুর রহমান, বাকবিশিস নেতা অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, উদ্যোক্তা রওশন আরা চৌধুরী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম’র সমন্বয়ক হাসান মারুফ রুমী, আইনজীবী জিয়া হাবীব আহসান, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য মামুন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল সরোয়ার, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দীন, মাতৃভূমি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ আহসান ইকবাল মঞ্জু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসলেম উদ্দিন মুন্না, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু প্রমুখ।
সভায় অধ্যাপক ড. অনুপম সেন বলেন, দেশের সংবিধানের ২৪ ধারায় ঐতিহ্যপূর্ণ স্থানে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না উল্লেখ করা আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সিআরবি রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে কেননা পরবর্তী প্রজন্ম যদি মুক্তভাবে শ্বাস নিয়ে পরিবেশ প্রকৃতিকে স্পন্দিত করে তুলতে না পারে তবে এই শহর নিষ্প্রাণ নগরীতে পরিণত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব প্রধানমন্ত্রী। আমাদের বিশ্বাস, সঠিক তথ্য উপাত্ত জানলে তিনি সিআরবি’র পরিবেশ বিপন্নকারী স্থাপনা হতে দিবেন না। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মুনাফামুখী প্রাইভেট হাসপাতাল সর্বসাধারণের স্বাস্থ্য সুবিধাদানের সাথে সম্পর্কিত নয় বরং অপকৌশলে সিআরবি’র উন্মুক্ত প্রাঙ্গন ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের নেতিবাচক প্রক্রিয়া। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক) বলেন, নামমাত্র মূল্যে ব্যক্তিমালিকানায় মুনাফালোভীদের হাতে সিআরবিকে তুলে দেয়া মানে প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রামের ভৌগলিক সৌন্দর্য বিনষ্ট করা। বিজ্ঞপ্তি