ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে

10

‘বিজ্ঞানের আলোকে, বদলাবো বিশ্বকে’ প্রতিপাদ্যে চট্টগ্রামের ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে গত ১১ মার্চ বিজ্ঞান মেলা ওব্যাটের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ড. পীযুষ দত্ত। বিশেষ অতিথি ছিলেন অফেলিয়া গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদ উদ্দিন, নোমান উল্লাহ বাহার, জাহিদ তানছির, নেছার আহমেদ খান, এম এ জলিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. পীযুষ দত্ত বলেন, বিজ্ঞানবান্ধব পরিবেশ, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহবোধ সর্বোপরি বিজ্ঞানমনস্কতাকে জাগিয়ে তোলার সেরা সময়টি হচ্ছে কিশোরবেলা। শিশু-কিশোরদের সময়ের সঙ্গে এগিয়ে চলার জন্য বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পদক্ষেপ প্রসারিত করা অপরিহার্য। ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞান শিক্ষার প্রতি উদ্বুদ্ধ ও সম্পৃক্ততা নিশ্চিতকরনের মাধ্যমেই সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব। সোহেল আকতার খান বলেন, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় মনোনিবেশ এবং সুযোগ সৃষ্টির প্রয়াসে ওব্যাট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।