ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ দূষণমুক্ত সুন্দর রাউজান উপহার দিতে চাই

8

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন স্বপ্নের মতো একটি মডেল উপজেলার গড়ার জন্য যে শ্রম দিচ্ছি তাতে সকল রাউজানবাসী আমাকে সহযোগিতা করছে। ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ দূষণমুক্ত, সুন্দর রাউজান আমরা উপহার দিতে চাই। তিনি গতকাল ২৬ মে বৃহস্পতিবার বিকেলে রাউজান উরকিরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৬ হাজার বস্তা অপচনশীল আবর্জনা সংগ্রহের উদ্বোধনী বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ওসি আবদুল্লাহ আল হারুন, নুরুল আবছার মিয়া, ত্রীদিপ কুমার বড়ুয়া, সাবেক চেয়ারম্যান এসএম আবদুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, হাজী রফিক সওদাগর, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, ছৈয়দ মো. নাছির, আলী আকবর, মো. আয়ুব, সরোয়ার আলম ও সাহেদ বাবু। এসএম জাহাঙ্গীর আলম সুমনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার আজম, প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস, শেখ মফিজুর রহমান, হারুনুর রশীদ, মহিউদ্দিন ইমন, মেম্বার জাগির হোসেন, দিবস বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, কাউছার আলম, নুরুল আজিম, জানে আলম, সাজ্জাদ শাহ, শেখ মনিরুল ইসলাম, আরমান হোসাইন, জয় রানী বড়ুয়া, ফাতেমা খাতুন, শাহিনুর আকতার, অরুন মহাজন, মো. সালাউদ্দিন, সৈয়দ সাজেদুল করিম, সৈয়দ রবিউল হোসেন আরিফ, ইমরান হোসেন মনির, আরশাদুর রহমান, ওমর ফারুক, রফিকুল ইসলাম, রফিক, জসিম উদ্দিন, ওসমান গনি, মো. ইসমাঈল, শ্রীকান্ত চৌধুরী, মো. নছিন, শেখ আখতারুজ্জামান পারভেজ, মো. ইসমাঈল, জাহেদুল আলম, মামুনুর রশীদ শাওন, মো. রায়হান, শেখ তাওফিদ, মো. আজম।
এতে অপচনশীল আবর্জনা সংগ্রহে প্রথম স্থানে ৮নং ওয়ার্ডের মেম্বার শেখ মনিরুল ইসলাম ও ২য় স্থানে ৪নং ওয়ার্ডের কাউছার আলম।