বয়সের সঙ্গে সঙ্গে ধার বাড়ছে রোনালদোর

17

বয়স ৩৫ চলছে। অথচ এই বয়সেও গোলের পর গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আদতে সেই ২০১৫/১৬ মৌসুমেই অনেকে তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এখন সমালোচকদের ঢোক গিলতে বাধ্য করছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। ২০২০ সালে এখন পর্যন্ত গোলের বিচারে রোনালদোর (২০) চেয়ে এগিয়ে আছেন শুধু বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট নেভানডফস্কি (২০)। চলতি বছরটা টানা ১১টি সিরি আ’র ম্যাচে গোল দিয়ে শুরু করেছেন জুভেন্টাস উইঙ্গার। এর আগে একই কীর্তি গড়েছিলেন শুধু ফ্যাবিও কুয়াগিøয়ারেলা (২০১৮/১৯) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১৯৯৩/৯৪)।
করোনা পরবর্তী সময়ে ৮ ম্যাচ খেলে ৭টিতেই গোল করেছেন রোনালদো। চলতি মৌসুমে তার গোলসংখ্যা এখন ২৮টি। সিরি আ’র চলচি মৌসুমে তার চেয়ে এগিয়ে আছেন শুধু সিরো ইমোবাইল (২৯)।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্যারিয়ারের পঞ্চম গোল্ডেন শু জেতার পথেও অনেকটা এগিয়ে গেছেন। লেভানডফস্কিকে (৩৪) পেছনে ফেলতে মাত্র ৭ গোল লাগবে তার। হাতে আছে ঠিক ৬টি ম্যাচ। ২০১৮ সালে তুরিনে পাড়ি জমিয়েছেন রোনালদো। এরমধ্যেই ৮৩ ম্যাচে তার গোলসংখ্যা ৬০টি। এই বয়সে এমন ফর্ম দেখে কে বলবে পর্তুগিজ অধিনায়কের অবসরের সময় ঘনিয়ে আসছে।