বড়ঘোপ ইউপির জেলে পল্লীতে আরসিসি সড়ক নির্মাণ

10

কুতুবদিয়া প্রতিনিধি

এলজিএসপি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের অর্থায়নে বড়ঘোপ জেলে পল্লীর ৫ নং ওয়ার্ডে ৬শ ফুট রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. কে. লিটন কুতুবী, স্থানীয় ৪নং ইউপির সদস্য জামাল হোসেন সুজা, ৯নং ওয়ার্ডের ইউপির সদস্য রেজাউল করিম, প্রকল্প সভাপতি ৫নং ওয়ার্ডের ইউপির সদস্য রুপন কিশোর পাল, বড়ঘোপ ইউপির সচিব রেজাউল করিম, সমাজ সেবক আবুল কালাম, আবদুল গফফার, ওসমান, শুকলাল, আবদু রহিম, দফাদার এম. এন্নান. ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজ করা হয়। সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত রাস্তার কাজ শেষ করা হয় বলে প্রকল্প সভাপতি রুপন কিশোর পাল নিশ্চিত করেন। এলাকাবাসী অরুণ চন্দ্র্র দাস বলেন, জেলে পাড়ার ডিসি সড়ক হতে বানেস্বর কালী মন্দির হয়ে প্রেম হরি দাশের বাড়ি পর্যন্ত ৬শ ফুট রাস্তা নির্মাণ করায় এ এলাকার প্রায় কয়েকশত লোক চলাচলে সুবিধা ভোগ করবে।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আবুল কালাম বলেন, যুগ যুগ ধরে স্থানীয় বাসিন্দারা চলাচলে চরম দুর্ভোগে ছিল। নির্বাচনী প্রতিশ্রæতির অংশ হিসেবে এলজিএসপির অর্থায়ন ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ রাস্তার সম্পূর্ণ কাজ আরসিসি দ্বারা নির্মাণ করা হয়েছে। আগামীতে অন্যান্য ওয়ার্ডের এ ধরনের প্রকল্প হাতে নিয়ে প্রতিটি রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ করা হবে বলে জানান।