ব্রিটিশ প্রমোদতরীতে মারামারিতে আহত ৬, গ্রেপ্তার ২

36

এক যাত্রীর ‘ভাঁড়ের মতো পোশাক’ পরাকে কেন্দ্র করে ব্রিটিশ প্রমোদতরী ব্রিটানিয়ায় তুমুল হাঙ্গামা ও মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতের এ হাঙ্গামায় অংশগ্রহণকারীরা থালাবাসন ও আসবাবপত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। নরওয়ের সামুদ্রিক খাঁড়িতে এক সপ্তাহের ভ্রমণ শেষে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটনে ফেরার সময় ঘটা এ ঘটনায় পিঅ্যান্ডও-র প্রমোদতরী ব্রিটানিয়ার ৬ ভ্রমণকারী আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ। সহিংসতায় জড়িত সন্দেহে ৪৩ বছর বয়সী এক পুরুষ ও ৪১ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হলেও মারামারির ঘটনায় তাদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের দুজনের বাড়িই এসেক্সের চিগওয়েলে। ঘটনার সময় ব্রিটানিয়ায় থাকা যুক্তরাজ্যভিত্তিক আইটিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘গুড মর্নিং ব্রিটেনের’ সাংবাদিক রিচার্ড গেইসফোর্ড জানান,জাহাজের ডেকে বø্যাক টাই ইভিনিং ও ‘প্যাট্রিয়টিক’ পার্টিতে প্রচুর মদ পান করার পর সহিংসতার ঘটনাটি ঘটে।
‘প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা বিভিন্ন পরিবারের মধ্যে মারামারি দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে লুকানোর জায়গা খুঁজতে থাকেন,’ বলেছেন তিনি। বিডিনিউজ