ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ভারত সফর বাতিল

7

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দেশটিতে আগামী সপ্তাহে সফরের পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সাংবাদিকদের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান বলে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও (ভারতীয় প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হবে না। “আমি মনে করি, এটা স্থগিত করাই সংবেদনশীল হবে।” জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর স্থগিত করা হয়েছিল। আগামী মাসের পরিকল্পিত এই সফর বাতিল করার কথা যুক্তরাজ্য ও ভারত সরকারের এক যৌথ বিবৃতিতেও জানানো হয়। সেখানে বলা হয়, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জনসন সফরে যাওয়ার বদলে মাসের শেষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপের মাধ্যমে যুক্তরাজ্য ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।