ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন গৃহহীনদের দিতে চান করবিন

38

ব্রিটেনের আসন্ন নির্বাচনে জয়ী হয়ে লেবার পার্টি যদি সরকার গঠন করে তাহলে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনটি গৃহহীনদের থাকার জন্য ছেড়ে দিতে চান দলটির নেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, বিষয়টির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে কিছু বিষয় জানা দরকার। সত্যিকার অর্থে কারা বাড়িটির মালিক তা সম্পর্কেই আমি জানি না। আমি কখনও সেখানে ছিলাম না, জানি না জায়গাটি কেমন। পিটারবরোতে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।জেরেমি করবিন বলেন, নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছি। এই মুহূর্তে এটিই অনেক বড় কাজ। আমি শুধু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে চাই। চিলটার্ন হিলের কাউন্ট্রি হাউস নিয়ে আমার খুব আগ্রহ নেই।
শতাব্দী পুরনো এই বাড়িটি দায়িত্বরত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দান করা হয়েছিল। ডাউনিং স্ট্রিটের ব্যস্ততা থেকে অবকাশ যাপনে বাড়িটি ব্যবহার করা হয়। নির্বাচনি ইশতেহারে আগামী ৫ বছরের মধ্যে কষ্টদায়ক ঘুমানোর ইতি ঘটানোর প্রতিশ্রæতি দিয়েছে লেবার পার্টি। তারা অভিযোগ করেছে, মানুষের পথে থাকতে বাধ্য হওয়া ও মৃত্যুর জন্য কনজারভেটিভ পার্টি সরাসরি দায়ী। করবিন বলেছেন, যদি তার দল নির্বাচনে জিতে চায় তাহলে এই শীতে মানুষের জীবন বাঁচানো হবে তাদের নৈতিক মিশন। এই সংকট মোকাবিলায় তারা কয়েক বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা করবেন।