ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান নিজ দলের অধিকাংশ সদস্য

10

পরদেশ ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চান তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য। জরিপ সংস্থা ইউগভের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয়, লিজ ট্রাস নির্বাচিত হওয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় জরিপে উঠে এসেছে এমন তথ্য।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ বলেছেন, এই মুহূর্তে ভোট হলে তারা ঋষি সুনাককে ভোট দেবেন। বিপরীতে লিজ ট্রাসকে ভোট দেবেন বলে জানিয়েছেন মাত্র ২৫ শতাংশ। ৫৫ শতাংশ বলেছেন, তারা মনে করেন লিজ ট্রাসের এখন পদত্যাগ করা উচিত। বিপরীতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৮ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের ৬৩ শতাংশ মনে করেন, লিজ ট্রাসের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন স্থলাভিষিক্ত হতে পারেন। ৬২ শতাংশ বলেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের কথা। পেনি মর্ডান্টের কথা বলেছেন ৫৪ শতাংশ। গত ১৭-১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই জরিপে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৫৩০ জন সদস্য।