ব্রাজিলে নতুন মুখ আর্জেন্টিনায় নেই ডি মারিয়া-আগুয়েরো

32

২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চে ম্যাচ দু’টি হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দুই দফায় তা স্থগিত করা হয়। তবে ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে ফিফা জানায়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব হবে অক্টোবরে। আর এরপরেই শুক্রবার দল ঘোষণা করেছে ব্রাজিল আর তার একদিন পরে শনিবার দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ৩০ সদ্যসের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালনি আর একই দিনে ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোর। ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। আর ঠিক পাঁচ দিন পর বলিভিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চে ম্যাচ দু’টি মাঠে গড়ানোর কথা। তবে মহামারি করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়।
আর্জেন্টিনার ৩০ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)
রক্ষণভাগ: হুয়ান ফয়েথ (টটেনহাম), রেনসো সারাভিয়া (ইন্তারন্যাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (অ্যাতলেতিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস) মধ্যমাঠ: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেস), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভান্নি লো সেলসো (টটেনহাম), নিকোলাস দোমিনগেস (বোলোনা)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), অ্যালেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন), আলেজান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কালিয়ারি) ও ক্রিস্টিয়ান পাভোন (এলএ গ্যালাক্সি)।
এদিকে ব্রাজিল দলে জায়গা পায়নি রিয়াল মাদ্রিদের ২০ বছর বয়সী তরুণ ভিনিসিয়াস জুনিয়র। তবে তার জায়গা না হলেও আরেক গ্যালাক্টিকো সদস্য রদ্রিগো গোসের জায়গা মিলেছে দলে। সেলেকাওরা বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ খেলবে অক্টোবরে বলিভিয়া ও পেরুর বিপক্ষে। আগামি ৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মাঠে খেলতে নামবে নেইমাররা।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেতিকো)
রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেতিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস(পিএসজি), ফেলিপে (অ্যাতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামেঙ্গো) মধ্যমাঠ: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিওঁ), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামিঙ্গো), ফিলিপ্পে কুহিনহো (বার্সেলোনা) ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভেরতন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবের্তো ফিরমিনো (লিভারপুল), রিচর্লিসন (এভারটন)।