ব্রাক প্রতিষ্ঠাতার শোকসভা

39

নিষ্কৃতি সংস্থার মিলনায়তনে সংস্থার উদ্যোগে ব্রাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নিষ্কৃতির সভাপতি ডা. বাসুদেব দাশ। শুরুতে কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। স্যার ফজলে হাসান আবেদ এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন নিষ্কৃতির পরিচালক ও সমন্বয়কারী (স্বাস্থ্য) শেখ রায়হান আনোয়ার।
প্রধান অতিথি কবি খুরশীদ আনোয়ার বলেন, স্যার ফজলে হাসান আবেদ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন। যুদ্ধবিধস্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ও সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের অর্থনীতিতে এবং সামাজিক কর্মকাণ্ডে তার অবদান অবিস্মরণীয়। তারই প্রচেষ্টায় ব্রাক প্রতিষ্ঠানটি সামাজিক কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ক্রিয়াশীল। সর্বশেষে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতি সভা শেষ করেন। সভা শেষে নিষ্কৃতির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতি বছর ২০ ডিসেম্বর স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুদিবস স্মরণের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি