ব্যালন্স ও বিচ্ছেদ

49

উষ্ণতায় মুখ লুকাতে তুমি কাঁদছিলে
কথা ফুরাবার আগে হৃদয়টি
পুঁড়ে ভালবাসার কুটিরে,
অন্বুরিত স্বপ্ন লালন বুকের জমিনে।

তোমার পাঞ্জাবির ঘ্রাণ ফারফিউমের গন্ধ
আজো ঝাঝরা বুকের ভিতর।
দক্ষিণের হাওয়া তাড়াদেয় তুমি এসেছো বলে।
কখনো স্রোতে ভাসো জীবন নৌকায়।
প্রেমের বীজ বুনেছি ছোট্ট কুটির ঘরে,

কাউন্টারে গিয়ে দেখি তোমার ফেলে-যাওয়া
কফির অর্ডার, টিসু, নীরবে কাঁদছে উৎকীর্ণ
ফেসবুকে পাইনা তোমার দামী ম্যাসেজ!

তুমুল প্রহরে দেশন্তরে অসময়ে চেয়ে আমি
এখন আর ব্যালন্স শেষ হাওয়ার ভয় নেই।