ব্যাংক ঋণ ফেরত না দেয়ায় দম্পতি গ্রেপ্তার

15

নিজস্ব প্রতিবেদক

পোর্ট সিটি বিল্ডার্স লিমিটেড নামে প্রতিষ্ঠান গড়ে আবাসন ব্যবসা শুরু করেছিলেন স্বামী-স্ত্রী। ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের জন্য ইসলামী ব্যাংক থেকে এক কোটি ২০ লক্ষ টাকার ঋণও নেন। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে ঋণখেলাপি হন। পরে ব্যাংকের পক্ষ থেকে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। এটিসহ প্রায় ১৫টি মামলার আসামি এই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১১ এপ্রিল) রাতে শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনির মুজিব খানের ছেলে মো. মুহিব খান (৬০) ও তার স্ত্রী দিলশাদ বেগম। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী আবাসন ব্যবসা করতেন। তারা ফ্ল্যাট নির্মাণের জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে এক কোটি ২০ লাখ টাকার ঋণ নিয়ে তা পরিশোধ করেনি। যে কারণে ব্যাংক তাদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় আদালত তাদের দন্ড প্রদান করেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও ১৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন আদালত। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টায় শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।