ব্যাংকে এক সূচি, আর্থিক প্রতিষ্ঠানে আরেক

6

 

বুধবার ব্যাংক ছিল খোলা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে লেনদেন চলে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত। আর ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো চলছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটি দুই সূচিতে চলছে, ব্যাংকের চেয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা এক ঘণ্টা কম।
কেন্দ্রীয় ব্যাংক নিজ সিদ্ধান্তে ব্যাংক খোলা রাখার সময় নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।
এদিকে ব্যাংকগুলো আগেও আট ঘণ্টা খোলা রাখার নিয়ম ছিল, এখনো তা-ই। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কাজে দেবে না মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কারণ, সময়সূচির পরিবর্তন হলেও কর্মঘণ্টার কোনো পরিবর্তন হয়নি। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মঘণ্টা কমেছে।