ব্যাংকার রুবেল বাঁচতে চায়

39

তরুণ ব্যাংকার রুবেল দত্তের দুটি কিডনিই অকেজো। বছর দুয়েক হলো সোনালী ব্যাংকের চুয়েট শাখায় ক্যাশিয়ার হিসেবে চাকরি শুরু করেছেন তিনি। কিন্তু রুবেলের দুটি কিডনি বিকল হওয়ায় অন্ধকার নেমে এসেছে তার পরিবারে। তাকে বাঁচাতে প্রয়োজন অনেক টাকা। কিন্তু দর্জি বাবা দুলাল কৃষ্ণ দত্তের পক্ষে ছেলের চিকিৎসার এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।
দুলাল কৃষ্ণ দত্ত বলেন, ছেলে মাত্র চাকরি পেয়েছে। এর মধ্যে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে হচ্ছে। হঠাৎ ছেলের এ ধরনের বড় অসুখ ধরা পড়ায় তারা অনেকটাই দিশেহারা।
চিকিৎসক জানিয়েছেন, রুবেলকে বাঁচাতে হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। বর্তমানে রুবেলকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা :০১৮১২-০৭৬৭৬৬ (বিকাশ পারসোনাল), ব্যাংক হিসাব নম্বর- ১৫২৮১০১০৫৬৮০৭, দুলাল কৃষ্ণ দত্ত, পূবালী ব্যাংক লিমিটেড (পাথরঘাটা শাখা, চট্টগ্রাম)। বিজ্ঞপ্তি