ব্যবসা পরিচালনায় দরকার সততা ও নিষ্ঠা: আজিম আলী

22

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করতে ব্যবসায়ীদের আহŸান জানিয়েছেন দেশে শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মো. আজিম আলী। শনিবার কক্সবাজারের হোটেল কক্সটুডে’তে অনুষ্ঠিত ডিলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
আজিম আলী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একজন ব্যবসায়ীর দরকার সততা ও নিষ্ঠা। যা দিয়ে প্রত্যেক ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ব্যবসা প্রসারণে এগিয়ে থাকতে পারে। তাই দক্ষতা ও আন্তরিকতার পাশাপাশি ব্যবসা পরিচালনায় নিজেকে আদর্শ ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলী ব্যবসায়ীদের বুদ্ধিমত্তা ও সচেতনতার সাথে ব্যবসা করার আহবান জানান। তিনি ব্যবসায়ীদের প্রতিযোগিতা করতে গিয়ে যেন ক্ষতির সম্মুখীন হতে না হয় তার প্রতি সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। সেলস এন্ড মার্কেটিংয়ের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন খন্দকার বাংলাদেশে সিমেন্ট ব্যবসার বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। একাউন্টস এন্ড ফিন্যান্স বিভাগের জিএম এবিএম কামাল উদ্দিন, বিএমসি বাংলাদেশের পরিচালক আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম মো. আরিফুল ইসলাম এবং মো. আবদুর রহিম অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়াও ফেণী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, বি.বাড়িয়া ও ঢাকা অঞ্চলের ডিলার এবং বিক্রয় প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি