বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসবে বিনামূল্যে চিকিৎসা সেবা

26

পূর্বদেশ অনলাইন
বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসব গত বছরের মতো এবারেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
আজ ৩ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। ডাক্তার পূজা চক্রবর্ত্তীর পরিচালনায় এ মহতী কার্যক্রমে চিকিৎসাসেবা প্রদান করেছেন চট্টগ্রামের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তাঁরা হলেন- ডাক্তার বিশ্বজিৎ দাশ, ডাক্তার পূজা চক্রবর্ত্তী, ডা. শুভ চৌধুরী, ডাক্তার অনুসর্গ নাথ, ডাক্তার শহীদুল ইসলাম এবং ডাক্তার ইশতিয়াক হোসেন তানভীর। আজ সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেছেন ১০ নম্বর আল্লাহ করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হামিদুল হক মন্নান। এ ছাড়াও মহানবমী পর্যন্ত প্রতিদিন পুজা শেষে অঞ্জলী প্রদান, সন্ধ্যায় ঢাক-ঢোল-কাসর-সানাই বাদ্যে ধুনুচি নৃত্য পরিবেশিত হবে।