বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসব

30

পূর্বদেশ অনলাইন
বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসব গত বছরের মতো এবারেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
আজ ২ সেপ্টেম্বর মহাসপ্তমীর সন্ধ্যায় ঢাকের বাদ্যির মাধ্যমে উদ্বোধিত হয়েছে এ আয়োজন। মঞ্চাভিনেতা এবং গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্ত্তীর পরিচালনায় চণ্ডী পাঠ ও গীতিআলেখ্য পরিবেশন করে সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিদের কথামালায় উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক রঞ্জিত চক্রবর্ত্তী, ডা. অজিত চক্রবর্তী, অরুণ চৌধুরী, চিত্রশিল্পী রেজাউল করিম রেজা, অজয় সেন চৌধুরী এবং মঞ্চাভিনেতা দুলাল দাশগুপ্ত। এ পর্বটি পরিচালনা করেন অভিনেতা ও গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্ত্তী। সবশেষে একক সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী বৃন্দ। আগামীকাল ৩ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত হবে বিনামূল্যে চিকিৎসা সেবা। এ মহতী কার্যক্রমে চিকিৎসাসেবা প্রদান করবেন চট্টগ্রামের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এ ছাড়াও মহানবমী পর্যন্ত প্রতিদিন পুজা, সন্ধ্যায় ঢাক-ঢোল- কাসর- সানাই বাদ্যে ধুনুচি নৃত্য অনুষ্ঠিত হবে।