বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসবে বর্ণাঢ্য আয়োজন

30

পূর্বদেশ অনলাইন
বোয়ালখালীর উত্তরভূর্ষির ব্রাহ্মণবাড়ির শারদীয় দুর্গোৎসব গত বছরের মতো এবারেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর মহাসপ্তমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চণ্ডী পাঠ, গীতিআলেখ্য এবং আমন্ত্রিত অতিথিদের কথামালা। এ আয়োজনে উপস্থিত থাকবেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মঞ্চাভিনেতা ও গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্ত্তী, চিত্রশিল্পী রেজাউল করিম রেজা এবং মঞ্চাভিনেতা দুলাল দাশগুপ্ত।
সবশেষে একক সঙ্গীত পরিবেশন করবেন চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী বৃন্দ। ৩ সেপ্টেম্বর মহাষ্টমীর দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। এ মহতী কার্যক্রমে চিকিৎসাসেবা প্রদান করবেন চট্টগ্রামের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এ ছাড়াও মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিন পুজা শেষে অঞ্জলী প্রদান, সন্ধ্যায় ঢাক-ঢোলের বাদ্যে ধুনুচি নৃত্য অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে ধর্ম, বর্ণ নির্বিশেষে এ উৎসবে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।