বোয়ালখালীতে ২১৫০ কৃষককে বীজ-সার বিতরণ

9

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২১৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার আওতায় এ বীজ-সার বিতরণ করে উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের হাইব্রিড, উফশি ধান বীজ ও সার দেওয়া হয়েছে। ১৪০০ কৃষককে জনপ্রতি এক বিঘা জমিতে চাষের জন্য ২ কেজি করে হাইব্রিড বীজধান এবং ৭৫০ জন কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য জনপ্রতি ৫ কেজি করে উফশি বীজধান ও ২০ কেজি করে ডিওপি-এমওপি সার দেওয়া হয়েছে। বীজ-সার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূর্য কান্ত শীল ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।