বোয়ালখালীতে সরকারি রাস্তা উদ্ধার করল ভ্রাম্যমাণ আদালত

18

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের বহদ্দারপাড়া মৌলভি সাহেবের বাড়ি এলাকায় দখলকৃত সরকারি রাস্তার জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যদমাণ আদালত। গত ১৪ সেপ্টেম্বর এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৌলভি সাহেবের বাড়ি এলাকার সরকারি রাস্তা দখল করে ঘেরাবেড়া দেয় কাজী আবুল ফরাহ, কাজী নজরুল ইসলাম, কাজী আনোয়ারুল কবির, কাজী আনোয়ার করিম ও কাজী জোনাত মোস্তফা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের নির্দেশে পৌরসভার মহিলা কাউন্সিলর জোবায়দা বেগমসহ ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মোজাম্মেল হক চৌধুরী। সরকারি রাস্তা দখলের প্রমাণ পাওয়া তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে রাস্তার পাশে সরকারি জমি উদ্ধার করা হয়। ইতোধ্যেই উক্ত রাস্তা সম্প্রসারনের জন্য স্থানীয় সরকার বিভাগ টেন্ডার করেছে। রাস্তা দখলকারীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। সহকারি কমিশনার বলেন, সরকারি জমি রক্ষায় তৎপরতা অব্যাহত থাকবে। এ সময় আদালতকে সহযোগিতা করেন এস আই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত শত মানুষ প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।