বোয়ালখালীতে রোড ইনভেন্টরি কার্যক্রম উদ্বোধন

12

 

বোয়ালখালী পৌরসভার রোড ইনভেন্টরি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১৩ জুন পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ সাদার বাপের বাড়ি সড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের প্রতিটি পৌরসভার রোড ইনভেন্টরি, ড্রেনেজ সিস্টেম, সড়কের দুই পাশে স্থাপনা রোড ইনভেন্টরিতে অন্তভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সেই লক্ষ্যে বোয়ালখালী পৌরসভার রোড ইনভেনটরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে পৌরমেয়র জহুরুল ইসলাম বলেন, এই কাজটি আরো অনেক পূর্বে হওয়ার প্রয়োজন ছিলো কিন্তু বিগত দিনে না হওয়ায় পৌরসভার উন্নয়ন হয়নি। যার ফলে পৌরবাসী অনেক সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এই কাজা সমাপ্ত হলে এর মাধ্যমে পৌরসভার সকল তথ্য সহজেই জানা যাবে। পৌরসভার উন্নয়ন সহ পৌরবাসী অনেক সেবা ভোগ করতে পারবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, হাজী মো. নাছের আলী, ইসমাঈল হোসেন চৌ. আবু, মোহাম্মদ পারভেজ, মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, সচিব মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি