বোয়ালখালীতে মোছলেম উদ্দিনের বই বিতরণ

79

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষা ব্যাতীত কোন জাতি উন্নতি করতে পারেনা। শিক্ষার প্রতি জাতিকে আগ্রহী করে তুলতে শেখ হাসিনার সরকার ১ জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করে আসছে। পৃথিবীতে অদ্বিতীয় এই আয়োজন শিক্ষার অগ্রগতির একটি মাইলফলক হয়ে থাকবে। বিনামূল্যে বই বিতরণের ফলে দেশের অসচ্ছল পরিবার গুলোকে সহায়তা ও উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি গ্রামীণ সমাজে প্রতিটি ঘরেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। তিনি গত ১ জানুয়ারি সকালে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হল রুমে বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, কাউন্সিলর সোলাইমান বাবুল, আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, বিষু বড়–য়া, প্রলয় চৌধুরী মুক্তি, আরেফা খানম, রাশেদা বেগম, সেলিম মাসুদ, প্রজীব বড়ুয়া, প্রমুখ।
পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সিনেট সদস্য মোছলেম উদ্দিন আহমদ পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চক্রবর্ত্তী, উপজেলা আ.লীগ নেতা ও বিদ্যালয়ের দাতা সদস্য আবু নাসের, শিক্ষানুরাগী মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক আবু নছর মো.ওহীদসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। সে সময় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠে। খবর বিজ্ঞপ্তির