বোয়ালখালীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

8

 

বোয়ালখালী পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ৯ মে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর হাজী মো. নাছের আলী, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, পৌরসভার সচিব মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, কার্য সহকারী মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিত কুমার দত্ত, মেডিকেল অফিসার পঙ্কজ কান্তি নাথ, ডা. আসমা সাদিয়া, টেকনোলজিস্ট (ইপিআই) এস এম জিহাদ বাবলু সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় পৌর মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর বলেন, বোয়ালখালী পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি আধুনিক মডেল পৌরসভা গড়ার লক্ষে আমরা কাজ করছি। পৌরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে আজকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌরবাসীর সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করে যাবো। এছাড়াও তিনি পৌরবাসীকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি