বোয়ালখালীতে বেগম রোকেয়া দিবস পালিত

43

বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস গত ১০ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত¡রে এক আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষক আবদুল খালেকের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী জাসদের সভাপতি মনির উদ্দিন খান, মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল। আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষ্যে আয়োজিত এবারের প্রতিপাদ্য ছিল নারী-পুরুষ সমতা-রুখতে পারে সহিংসতা এর আলোকে বক্তব্য রাখেন ইউপি মেম্বার ফরিদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তিনি তখনকার আমলে বিশেষ করে মুসলিম নারীদের গুনেধরা সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। তারই আলোকে আজকে নারীরা সাবলম্বী। বিজ্ঞপ্তি