বোয়ালখালীতে প্রজীপু প্রকল্পের আওতায় প্রতিব›দ্বীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

62

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম বলেছেন, এক সময় প্রতিবন্ধী ছেলে-মেয়েদেরকে সমাজের বোঝা মনে করতো। কোন পরিবারে প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে মানুষ এটাকে দুর্ভাগ্য কনে করতো। এখন আর বোঝা নয়, তারা সমাজের সাধারণ ও স্বাভাবিক মানুষের মতোই। গত রবিবার বোয়াললখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জীবনচক্রভিত্তিক পুনর্বাসন (প্রজীপু) প্রকল্পের সহায়ক উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোয়ালখালী উজেলা পরিষদের আয়োজনে ও প্রকল্প সমন্বয়কারী সংস্থা সায়ডার-এর সহযোগিতায় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য আলোচক ও ল্যাব-সিডিআরসি মডেলের উদ্ভাবক ড. আকবর হোসাইন বলেন, প্রতিবন্ধী ব্যক্তির জীবনচক্রভিত্তিক পুনর্বাসন (প্রজীপু) প্রকল্পটি ল্যাব-সিডিআরসির মডেল অনুসরনে প্রণীত। এ প্রকল্পটি বিদ্যমান আইন ও সরকারী পরিপত্রের আলোকে স্থানীয় সরকার প্রতিষ্টান সমুহের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সমন্বিত ধারণা সৃজিত একটি প্রকল্পের নাম। প্রজীপু প্রকল্পটি গ্রহন করায় বোয়ালখালী উপজেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রকল্পটির টেকসই রুপ লাভে প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকল্প বাস্তবায়ন প্রশিক্ষণে অংশগ্রহনকারী, তথ্য সংগ্রহকারী, উদ্যোক্তা ও অংশীজনদের প্রশিক্ষণ প্রদান করেন তিনি। বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা সায়ডার এর সমন্বয়কারী প্রতিনিধি মো. ইব্রাহিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজীপু প্রকল্পের সহায়ক উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন ল্যাব-সিডিআরসি মডেলের উদ্ভাবক ড. আকবর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সংবাদ সংস্থা এন.এন.বি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তাপস কান্তি মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ফিলাড অফিসার মো. সাহাব উদ্দিন, স্থানীয় সাংবাদিক সিরাজুল ইসলাম, কাজী আয়েশা ফারজানা, মো. হোসাইন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,উদ্যোক্তা ও মাঠ পর্যায়ের তথ্যসহকারীরা অংশ নেন। শেষে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও হেয়ারিং এইড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি