বোয়ালখালীতে দিশারী খেলাঘরের সম্মেলন

25

 

বোয়ালখালীতে দিশারী খেলাঘর আসরের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। “এসো গড়ি খেলাঘর, এসো গড়ি বাংলাদেশ” এ প্রত্যয়ে শুক্রবার (১১ নভেম্বর) বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এবিএম আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যাপক বিপ্লব কুমার বসু, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী। আসরের সভাপতি জামাল আবদুল নাসেরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সংস্কৃতি সংগঠক মোহাম্মদ আলী, দিশারী খেলাঘর আসরের উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, এম নজির আহমদ, মোজাম্মেল হক এরশাদ, দ্বীপশিখা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ডা. মিহির বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুুয়া, সোপান খেলাঘর আসরের সভাপতি মো. জসিম উদ্দিন, কিশোর কানন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী।
সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন নাজমা আকতার, শোক প্রস্তাব পাঠ করেন জান্নাতুল ফেরদৌস, খেলাঘরের ঘোষণা পত্র পাঠ করেন ঐশী দে, সম্মেলনের দাবিনামা পাঠ করেন মনিষা শীল, দিশারী খেলাঘরের সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করেন রিয়া মল্লিক। সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে জামাল আবদুল নাসেরকে সভাপতি প্রবীর শীলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি