বোয়ালখালীতে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পৌর মেয়রের মাইকিং

19

 

বোয়ালখালী পৌরসভার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ইভটিজিং করে উত্যক্ত করা, মাদক সেবন ও জুয়ার বিরুদ্ধে মাইকিং করে সতর্ক করেছেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। আজ শনিবার সকালে পৌর এলাকার গোমদন্ডী ফুলতল, জমাদার হাট, বানু মেম্বারের টেক, আমতলসহ বিভিন্ন স্থানে গিয়ে মাইকিং করেন তিনি। এ সময় এলাকাবাসির উদ্দেশ্যে মেয়র বলেন, আমরা জানতে পেরেছি কিছু বখাটে মেয়েদের স্কুলে যাতায়াতের সময় ইভটিজিং করে উত্যক্ত করছে, তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন আজকে থেকে ভালো হয়ে যায়। অন্যথায় আজকের পর থেকে যদি কারো বিরুদ্ধে কোন ছাত্রীকে উত্যক্ত করার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কোন দোকানে বসে যদি মাদক, জুয়া সেবন করার অভিযোগ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এসময় পৌর মেয়র জহুর মাদকমুক্ত আলোকিত পৌরসভা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ পারভেজ ও মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন নিলু। বিজ্ঞপ্তি