বোয়ালখালীতে আব্দুল মালেক শাহর ওরশ

9

 

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) এর ওরশে হায়াতী গত ২৩ অক্টোবর বোয়ালখালীর কধুরখীলে অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- কোরআন খতম, গোসল শরীফ, হামদ-না’ত পরিবেশনা ও তাবারুক বিতরণ। রাতে ওরশে আগতদের উদ্যেশ্যে তকরির পেশ করেনে রাহে ভান্ডার সিলসিলার পীর আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুফতি-এ আজম হযরত আল্লামা মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদেরী, চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শেখ আবু মোহাম্মদ নাইমুল ইসলাম ফারুকী (মা.), আস্তানায়ে উজিরিয়া হাশেমিয়া কধুরখীল দরবারের প্রতিষ্ঠাতা হযরত আবুল হাশেম মাইজভান্ডারী। ওরশে আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, যুগে যুগে আল্লাহর অলিগণ তাদের আধ্যাত্মিক শক্তি দ্বারা মানুষকে পথভ্রষ্টতা, নাস্তিকতা, বাতুলতা ও অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করেছেন। এরকম এক মহান ব্যক্তিত্ব আজাদে মুজাদ্দেদে জমান হযরত আব্দুল মালেক শাহ (রহ.)। তাঁর রাসুল (দ.) প্রেম, সততা, নিষ্ঠার মাধ্যমে মিল্লাত, মাজহাব ও ত্বরিকতের শিক্ষায় বহু মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। আল্লাহর অলিদের দর্শনে অন্তর পাপমুক্ত হয়। পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি